1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সাম্প্রদায়িক সম্প্রীতির অমীয় নিদর্শন,৪০বছর ধরে পাশাপাশি চলছে নামাজ-পূজা
বাংলাদেশ । মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

সাম্প্রদায়িক সম্প্রীতির অমীয় নিদর্শন,৪০বছর ধরে পাশাপাশি চলছে নামাজ-পূজা

আতিফ রাসেল :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার পড়েছে
সাম্প্রদায়িক সম্প্রীতির অমীয় নিদর্শন,৪০বছর ধরে পাশাপাশি চলছে নামাজ-পূজা

টাঙ্গাইলে নাগরপুরের চৌধুরীবাড়িতে পাশাপাশি মসজিদ-মন্দির প্রতিষ্ঠা ও আচারানুষ্ঠান এবং রীতি-নীতি পালনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির এক অমীয় নিদর্শন স্থাপন করেছে এলাকাবাসী।প্রায় ৮৯ বছর আগে চৌধুরীবাড়িতে উঝা ঠাকুর কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়।মন্দিরটি প্রতিষ্ঠার ৪০ বছর পর পাশেই প্রতিষ্ঠা করা হয় চৌধুরীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ।

দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে পাশাপাশি মসজিদ-মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা হচ্ছে।একইস্থানে মসজিদ ও মন্দির নিয়ে কখনও কারো কোনো সমস্যা হয়নি।বরং সবাই মিলে-মিশে নিজেদের ধর্ম পালন করছেন।সরেজমনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌধুরীবাড়ি কেন্দ্রীয় মসজিদ ও দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়,সকাল ১১টায় পূজা মণ্ডপে ঊলুধ্বনি,কাঁসর ঘণ্টা ও গান-বাজনা পুরোদমে চলছে।প্রতিমা দেখতে দর্শনার্থীরা আসা-যাওয়া করছেন।প্রতিমায় অঞ্জলী দিচ্ছেন।

সেখানে থাকতেই দুপুর সোয়া একটায় থেমে গেল পূজার কার্যক্রম।এরপরই বলা হলো আজান এবং নামাজের পর আবার মন্দিরের মাইক,ঢাক-ঢোলসহ যাবতীয় কার্যক্রম শুরু হবে।এরপর পাশের মসজিদ থেকে ভেসে এলো আজানের সুর।নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর আবার মন্দিরের মাইক,ঢাক-ঢোলসহ ঊলুধ্বনি শুরু হলো আগের মতো।

উঝা ঠাকুর কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার সাহা পোদ্দার জানান,৮৯ বছর আগে বাংলা ১৩৩৯ সালে এ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।এ মন্দিরের নামকরণ করা হয় নাগরপুর চৌধুরীবাড়ি উঝা ঠাকুর কেন্দ্রীয় দুর্গা মন্দির।মন্দির প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর বাংলা ১৩৭৯ সালের দিকে এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা মন্দিরের পাশেই প্রতিষ্ঠা করেন নাগরপুর চৌধুরীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ।

এরপর থেকে পাশাপাশি মসজিদ-মন্দিরে দুই ধর্মের দুই উপাসনালয়ের কার্যক্রম চলে আসছে।তিনি দৈনিক কালজয়ীকে আরো জানায়,আজানের সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মন্দিরের মাইক,ঢাক-ঢোল,ঊলুধ্বনি বন্ধ থাকে।নামাজ শেষ হলে মন্দিরের কার্যক্রম আবার শুরু করা হয়।এখানকার মানুষ শান্তিপ্রিয়,দুই ধর্মের মানুষদের মধ্যে কোনো দিন কোনো বিশৃঙ্খলা হয়নি।

নাগরপুর চৌধুরীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা খন্দকার কামরুল হুদা রওশন জানান,১৯৮৪ খ্রিস্টাব্দের পর মসজিদটি প্রতিষ্ঠা করা হয়।৪ দশক ধরে পাশাপাশি চলছে নামাজ ও পূজা-অর্চনা।কিন্তু মসজিদ নির্মাণের প্রায় ৩৯ বছর আগে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।নামাজের সময় মন্দিরের ঢাক-ঢোলসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হয়।

কোনো বিশৃঙ্খলা ছাড়াই ৪০ বছর ধরে এ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মীয় উৎসব পালন করছেন তারা।এখানকার দুই ধর্মের মানুষ সকল কাজেই একে অপরকে সব সময় সহযোগীতা করে থাকেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD