1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সাবেক সাধারণ সম্পাদক বাছির খানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক সাধারণ সম্পাদক বাছির খানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২
  • ২০৩ বার পড়েছে

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাছির খানকে জড়িয়ে গত দুইদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে মিথ্যা অপপ্রচার, চাঁদাবাজি , মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে তার ব্যক্তিগত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাছির খান, তিনি গণমাধ্যমকে জানান গত 6 জুন বাদ মাগরিব, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি , ছোট জালাল ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজের নেতৃত্বে, সাবেক ছাত্রলীগ নেতা মোবারক হোসেনের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এ হামলার সঙ্গে দু-তিনজন আওয়ামী লীগ নেতা জড়িত ছিলেন বলে উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, আমাকে সিএনজি র চাঁদাবাজ বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ আমি সিএনজি স্ট্যান্ড এর সাথে কোনোভাবেই জড়িত নই , আমার জানামতে, সাবেক ছাত্রলীগের সভাপতি জালাল ও ছোট জালাল সিএনজি স্ট্যান্ড অন্যের নামে ইজারা নিয়ে চাঁদাবাজি করছে, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাছির খান নিরাপরাধ। যুবলীগ নেতা মোবারক হোসেনের ওপর হামলার ঘটনাটি মীমাংসা করতে গেলে প্রতিপক্ষ জালাল, ছোট জালাল এবং ছাত্রদলের সবুজ, মোবারকের উপর হামলা চালায়। এই নিয়ে আমি প্রতিবাদ ও মীমাংসা করতে গেলে আমাকে নিয়ে মিথ্যা অপবাদ, অপপ্রচার ও মিথ্যা মামলা দায়ের করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ,প্রচারণা চালাচ্ছে। যা আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করেছে। তারা মিথ্যা মামলা করেও ক্ষান্ত নয় , ঘটনার সময় বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্বরে প্রকাশ্যে, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দমকি দিয়েছেন, এতে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে, আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সাহায্য ও সহযোগিতা চাচ্ছি।

তিনি আরো উল্লেখ করেন, এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে এবং ভিডিও ফুটেজ দেখে বিচার-বিশ্লেষণ করবেন, এবং আইনগত ব্যবস্থা নেবেন। উল্লেখ্য 2298 নং লাইসেন্সের মাধ্যমে রামপুর সিএনজি স্ট্যান্ডের ইজারা চালিয়ে আসছে মোবারক হোসেন। উল্লেখ্য মোবারক হোসেন তার রামপুর সিএনজি স্ট্যান্ড চালাতে গিয়ে প্রতিপক্ষের হামলা এবং প্রতিবন্ধকতার শিকার হন। ওই ঘটনার দিন এই বিষয়গুলো আমাকে অবগত করার জন্য আমার অফিসে আসে মোবারক হোসেন, তখন আমি তাকে বলি ওরা তোমার সঙ্গে ঝামেলা করবে, তুমি বাড়ি চলে যাও, আমি UNO মহোদয়ের সাথে কথা বলবো। বাড়ি যাওয়ার পথে সিএনজি স্ট্যান্ডে উপজেলা-সদর বসুন্ধরা চত্বরে উৎপেতে থাকা মোহন, সবুজ ও জালাল সিএনজি থেকে জোরপূর্বক নামিয়ে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি ভেতরে নিয়ে মারধর করে। তাৎক্ষণিক খবর পেয়ে আমি আবার ঘটনাস্থলে যাই এবং ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করি। সাবেক ছাত্রনেতা ইঞ্জিনের বাছির খান বলেন, এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেছে দেখতে পাবেন আমার ভূমিকা। তিনি দাবি করে আরো বলেন, সাংবাদিক ও প্রশাসনকে জানিয়ে রাখি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাতে প্রকৃত ঘটনার রহস্য বেরিয়ে আসে। সেই সাথে যারা আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেন আমাকে হত্যার, মিথ্যা অপপ্রচার, মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন, উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে হত্যার হুমকিদাতা দের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD