মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে মারধর-ভাঙচুর দুইটি পৃথক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে তার উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এ দিন আদালত চত্বরে মমতাজের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আদালতের রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত ও সমালোচিত এই সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তোলেন। তখনও বিক্ষুব্ধ জনতা ডিম ছুড়তে থাকেন।
এর আগে, সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।