জামালপুরের সরিষাবাড়ীতে মমতাজ খাতুন (২৮) নামে এক নারীর নিজ উড়নায় ফাঁসিতে বাথরুমে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পৌরসভা এলাকার আরামনগর বাজারে অবস্থিত ” রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল “রোড়স্থ খালেদ সাইফুল্লাহ সাঈমের ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের তিন সন্তানের জনক আব্দুল গনি মিয়ার সাথে ৭ মাস পুর্বে বগুড়ার জেলার শাহজাহানপুর উপজেলার নন্দীগ্রামের গোলাম মোস্তফার মেয়ে মমতাজ বেগম এর ঢাকায় অবস্থান কালীন বিশেষ পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্কে দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পৌরসভা এলাকার আরামনগর বাজার রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল রোড়স্থ খালেদ সাইফুল্লাহ সাঈমের ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকত বলে স্থানীয়রা জানান। মমতাজ বেগম আব্দুল গনি মিয়ার দ্বিতীয় স্ত্রী।মমতাজ বেগম পারিবারিক কলহে জেরে আত্মহত্যা করেছেন বলে ধারনা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম জানান,সকালে দীর্ঘ সময় বাথরুমের দরজা ভিতর থেকে লাগানো থাকায় ডাকাডাকি করার পর কোন সাড়া না পেয়ে পুলিশ কে খবর দেয় আব্দুল গনি।পরে দরজা ভেঙে নিহত মমতাজ বেগম এর দেহ বাথরুমের বারের সাথে উড়নায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ । পরে বার থেকে লাশ নামিয়ে লাশের সুরতহাল করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।