জামালপুরের সরিষাবাড়ীতে নাম ধরে ডাক দেয়ার জেরে দশম শ্রেনীর এক ছাত্র কে ক্ষুর দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। গতকাল রোববার দুপুরে উপজেলার আরামনগর কামিল মাদ্রাসার দক্ষিনে রেল লাইনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার বলার দিয়ার গ্রামের কাঠ ব্যাবসায়ী শহীদ মিয়ার দশম শ্রেনীতে পডুয়া শিক্ষার্থী সাব্বীর হোসেন (১৭) গত শুক্রবার(২৭ মে) বেলা ১২ টার দিকে পাশের মুলবাড়ী গ্রামের আব্দুল্লাহর ছেলে আসমানী হোসেন কে নাম ধরে ডাক দেয়। এ নিয়ে দু জনের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে সাব্বীর কে মারপিট করে আসমানী। একই দিনে বিকেল ৪ টার দিকে সাব্বীর কে মারধর করার জের ধরে আসমানীকে মারপিট করে সাব্বীর। পরে সাব্বীর এর মারপিটে গুরুতর আহতবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
গত শনিবার সাব্বীর এর মোবাইল ফোনে জাকির ও মোস্তফা নামে দু জনে সাব্বীরের মোবাইল ফোনে নানা হুমকি প্রদান করেন। আসমানী কে মারপিট করার জের ধরে গতকাল রোববার সাব্বীর হোসেন তার বোনের বাড়ী থেকে আরইউটি উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার আরামনগর কামিল মাদ্রাসার দক্ষিনে রেল লাইনে এলে সাব্বীর কে একা পেয়ে পিছন থেকে আসমানীর ভাড়াটিয়া ৩ জনে একটি টিভিএস মোটর সাইকেলে গাড়ী থামিয়ে একজনে জাপটিয়ে ধরে অন্যজনে গামছা দিয়ে মুখ বাধতে চেষ্টা করে অন্য জনে ধারালো ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহতবস্থায় চিৎকার দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে ছুটে গিয়ে দৌড়ে তার নিজ বাড়ীর উঠানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে ।
পরে সাব্বীর এর পরিবারের লোকজন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার এ এস আই শাহাদত হোসেন গুরুতর আহত শিক্ষার্থী সাব্বীর হোসেন কে হাসপাতালে দেখতে যান এবং ঘটনা সম্পকে অবগত হওয়ার জন্য আহতের পরিবারের সাথে কথা বলেছেন বলে শহীদ মিয়া সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে বলারদিয়ার গ্রামের কাঠ ব্যাবসায়ী শহীদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আরও বলেন গত শনিবার সাব্বীর এর মোবাইল ফোনে জাকির ও মোস্তফা নামে দু জনে সাব্বীরের মোবাইল ফোনে মারপিট করবে বলে হুমকি প্রদান করে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা প্রশাসনের কাছে বিচার চাই বলে তিনি কালজয়ী কে জানান।