জামালপুর জেলার সরিষাবাড়ীতে স্ত্রীর বিরুদ্ধে জামাতার সাথে পরকীয়ার মিথ্যা অপবাদ এনে গ্রাম্য সালিশ বৈঠক করেছেন স্বামী সাইফুল ইসলাম। গ্রাম্য সালিশ চলাকালীন স্বামীর মিথ্যাচারের প্রতিবাদ করতে গেলে স্ত্রী কল্পনা বেগম (৪০) এর প্রতি মারমুখী আচরণে উদ্যত হয় কতিপয় ব্যক্তি। পরে স্ত্রী কল্পনা বেগম ভয়ে দৌড়ে নিজ ঘরে দরজা বন্ধ করে আশ্রয় নেয়।পরে সালিশের কতিপয় ব্যক্তি ঘরের দরজা ভেঙে তাকে মারধর করেন। মারধর চলাকালীন বাধা দিতে গিয়ে তারই বাক প্রতিবন্ধী মেয়ে শাপলা বেগম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সম্পদ ইসলাম সিয়াম,ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাধনা ইসলাম নুপুর সহ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নির্যাতিত মা কল্পনা বেগম।
গত শুক্রবার (২৫ মার্চ) সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া দক্ষিণ পাড়া গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে দুপুরে এ ঘটনা ঘটে। মারধরে আহত হয়ে সাইফুল ইসলামের স্ত্রী কল্পনা বেগম সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকি অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
গ্রাম্য সালিশে থাকা জোয়াহের আলী জানান, সাইফুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধে জামাতের সাথে পরকীয়ার অভিযোগে এনে মসজিদ কমিটির নিকট বিচার প্রার্থনা জানালে গত শুক্রবার সেই গ্রামে সালিশ বসে। দরবারের সিদ্ধান্ত মোতাবেক জামাতা মাফু মিয়া তার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। এ সিদ্ধান্ত উপেক্ষা করে সাইফুলের মেয়ে শাপলা বেগম গ্রাম্য সালিশিয়ানদের উপর চড়াও হলে পরিস্থিতি কিছুটা খারাপ হয়ে পড়ে। পরে উপস্থিত মাতব্বরগণ রাগান্বিত হয়ে মেয়েটিকে চড়-থাপ্পর মারেন। এ বিষয়ে উভয়পক্ষের কেউ আইনানুগ ব্যবস্হা গ্রহণে থানা পুলিশের নিকট মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করেননি।