জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় নিখোঁজের তিনদিন পর উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঝিনাই নদীর তীর থেকে পরিত্যাক্ত নৌকা ও কচুরিপানা থেকে মিজানুর রহমান নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেন সরিষাবাড়ি থানা পুলিশ। নিহতের মা মেহেরুন বেগম ও বড় বোন প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
নিহত মিজানুর রহমান উপজেলার চর নান্দিনা গ্রামের আমজাদ হোসেন এর একমাত্র আদরের ছেলে। ছেলের মৃত্যুতে তার পরিবার ও গ্রামবাসীদের মধ্যে এক হৃদয়বিদারক শোকের ছায়া নেমে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত মিজানুর রহমান কে গত ২২ ফেব্রুয়ারি রাতে সিঙ্গাপুর যাওয়ার ভিসা এসেছে বলে একই গ্রামের পাশের বাড়ির কাতার প্রবাসী আব্দুল কুদ্দুস এর ছোট ভাই কবির হোসেন, ফুফাতো শ্যালক শিহাব উদ্দিন, চাচাতো ভাই শাহিন মিয়া, বড় ভাই আলম মিয়া ও ভাতিজা সাগর মিয়া নিহত মিজানুর রহমান কে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করার পর তার পরিবার কোনো উপায়ন্তর না দেখে গত ২৪ ফেব্রুয়ারি সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই প্রেক্ষিতে থানা পুলিশ নিহতের তল্লাশি করতে থাকেন।
গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় নিহতের পরিবার ও স্হানীয় লোকজন নদীতে ভেসে উঠা নিহতের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সরিষাবাড়ি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ দৈনিক কালজয়ীকে বিষয়টি নিশ্চিত করেন।