আজ অমর একুশে ফেব্রুয়ারি ” আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস”। দিবসটি উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় সাংসদ – ১৪১, জামালপুর জেলার ডাঃ মুরাদ হাসান এমপি। সেই সাথে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সরিষাবাড়ি উপজেলা প্রশাসন, থানা পুলিশ, থানা আওয়ামী লীগ, দেশের বীর মুক্তিযোদ্ধা ও প্রেস মিডিয়া সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। এ ছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে শহরের প্রত্যেকটি সরকারি, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং দোকানপাটগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত আকারে উত্তোলন করা হয়। পাশাপাশি সকাল সাড়ে আটটায় সরিষাবাড়ি উপজেলা পরিষদ চত্বরে ” আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহিদ ” দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তাৎপর্য এক আলোচনার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্সহিত থেকে সকল উপস্থিতিদের মাঝে তোলে ধরেন। এছাড়া দিনব্যাপী উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ উপাসনালয়ে ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থণা করেন।