ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নের সকল ঈদগায়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে। তবে নামাজের পরপরই উপজেলার কিছু কিছু স্থানে বৃষ্টি শুরু হওয়াতে ঈদ আনন্দ অনেকটা গৃহবন্দী হয়ে পড়ে। উপজেলার প্রধান জামাত সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৮ টায় অনুষ্ঠিত হয়েছে।আজ (৩এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সরাইল ঊচালিয়াপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনূষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন উচালিয়াপাড়া গ্রামের কেন্দ্রীয় জামে সমজিদের ইমাম মো: হাজিজ উদ্দিন।ঈদের প্রধান এই জামাতে নামাজ আদায় করেন উচালিয়া পাড়ার বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মঙ্গলবার সকাল থেকেই ঈদের নামাজে নানা বয়সী মসল্লিদের ঢল নামে। সকাল ৯টা বাজতেই ঈদের এই জামাত উচালায়াপাড়া ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।পরে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া আদায় করা হয় এ সময় মুসল্লিরা ঈদের জামাতে অংশগ্রহন করে তাদের জন্য পানি ও শরবতের ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহে নামাজ পড়তে ঈদগাহ মাঠের সুন্দর করে সাজিয়ে রাখতে বিভিন্ন রঙ্গের সাজিয়েছে এ গ্রামের যুবক বৃন্দরা।