ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।২৬ অক্টোবর মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।এসব ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর।এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সরাইল সদর ইউপিতে সেলিম খন্দকার।কালিকচ্ছ ইউনিয়নেরোকেয়া আক্তার। নোয়াগাঁও ইউনিয়নে শফিকুল ইসলাম। পানিশ্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম। বতর্মান পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম।শাহবাজপুর ইউনিয়নের খায়রুল হুদা চৌধুরী। শাহজাদাপুর ইউনিয়নের মোসাম্মৎ আছমা আক্তার ও অরুয়াইল ইউনিয়নের মো.শফিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে।আওয়ামী লীগের মনোনীত এই ৯ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
সরাইলে উপজেলায় ভোটার সংখ্যা প্রায়-২ লাখ ৩৭ হাজার ৬ শত ১৮ জন। ভোট গ্রহণ অনুষ্টিত হবে উপজেলার ১০১ টি কেন্দ্রে।ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীরা ২ তারিখের আগে যে কোন দিন মনোনয়ন পত্র সংগ্রহ করতে পরবেন বলে সরাইল উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানান।