1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সরাইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বাংলাদেশ । শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ।। ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

সরাইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

তাসলিম উদ্দন:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৩৯ বার পড়েছে

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তলোনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তীমেলা ও বিকেলে সাংকৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়। পরে উপজেলা উপজেলা পরিষদ মিলনিয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড, নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ, আওয়ামীলীগ সদস্য এড. জয়নাল উদ্দিন জয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা কৃষি কর্মকর্তা একরাম হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাইমুনা জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুকবুল হোসেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা, নাজমা বেগম, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা উপ-সহকারী প্রকৌশলী মো.সালাহ উদ্দিন,সরাইল উপজেলার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদ মো, তাসলিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সদর ইউপি সচিব মো.মাহবুবুল ঠাকুর জুয়েল। আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো.কায়কোবাদ প্রমুখ।এসময় সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারনে বক্তারা অলোচনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য উম্ম ফাতেমা বেগম শিউলি আজাদ। উক্ত মেলায় বিভিন্ন দপ্তরের ৩২ টি স্টল রয়েছেন বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD