ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খেলার মাঠ অরক্ষিত রেখে চলছে বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণ কাজ। অথচ আশপাশের বিভিন্ন গ্রামের শিশু-কিশোর সহ অন্যরা ওই মাঠে নিয়োমিত খেলাধুলা করে থাকে। ঐতিহ্যবাহী অনেক পুড়নো সরাইল অন্নদা খেলার মাঠটি রক্ষার দাবি জানিয়ে মিছিলও লিখিত আবেদন করেছেন এলাকা বাসীর পক্ষে শের আলম মিয়া।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে ৪ টার দিকে সরাইল উপজেলা চত্বর থেকে মিছিল প্রধান সড়ক ঘুরে এক পথ সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া।এরপর মাঠ অরক্ষিত রেখে সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন দিয়েছেন উপজেলা বিসীর পক্ষে উপজেলা পরিষদ সাবেক ভাইস- চেয়ারম্যান মো. শের আলম মিয়া।
স্থানীয়দের আবেদন, মাঠের পশ্চিম পাশ পর্যন্ত পরিমানে খালি জায়গা থাকা সত্ত্বেও নির্বিঘ্নে মাঠ কেটে বিল্ডিং নির্মাণ কাজ চলিতেছে, তাই উক্ত নির্মাণ কাজ বন্ধ রেখে মাঠকে সম্পূর্ণ অরক্ষিত রেখে মাঠের পশ্চিম পাশ্বের্র খালি জায়গায় বিল্ডিং নির্মাণ করলে, মাটটি অরক্ষিত থাকবে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী খেলার মাঠটি ও রক্ষা পাবে। আবেদনে আরও উল্লেখ করেন, বতর্মান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও চায় কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার সাথেসম্পৃক্ত থাকুক।
এদিকে জানাযায়,এতে করে মাঠটির আয়তন কমে খেলাধুলার অনুপযোগী হয়ে যাচ্ছে।পশ্চিম দিকে সরিয়ে বিল্ডিংটি নির্মাণ করা হলে মাঠটি রক্ষা পাবে।স্থানীয় খেলোয়াড় কয়েক জন জানান, আশপাশের একমাত্র মাঠ হওয়ায় সরাইলের এই অন্নদারমাঠটিতে সদর ইউনিয়নের প্রায় অনেক গ্রামেরমানুষ নিয়োমিত খেলা-ধুলা করেন। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও শারীরিক ও মানশিক বিকাশের অন্যতম মাধ্যম এই মাঠ। কিন্তু এলাকার শিশু-কিশোরদের কথা চিন্তা না করে মাঠ নষ্ট করে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে বিল্ডিং এর মাঠি কাটার কাজ চলছে।সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক জানান, সকলের সাথে বৈঠক করেই বিদ্যালয়ের নতুন ভবনটির নির্মাণ কাজ করা হচ্ছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, খেলার মাঠ অরক্ষিত রেখে বিল্ডিং নির্মাণের ব্যপারে একটি লিখিত আবেদন আজ পেয়েছেন।