ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা ২৭ জুলাই বুধবার সাড়ে বারটার দিকে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল। সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া,
উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সরাইল থানার প্রতিনিধি পুলিশ পরিদর্শক তদন্ত মো. শিহাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, উপজেলা সুকের মো. মুমিন মিয়া,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী,
চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ,
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি বেগম, উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো.মতিউরসহ আইন শৃঙ্খলা কমিটির উপস্থিত বক্তারা বলেন,সরাইল উপজেলা ৯ টি ইউনিয়ন পরিষদ রয়েছে, এর মধ্যে সরাইল সদর ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহীতা কয়েক মাস ধরে সীমা হীন ভোগান্তির শিকার হচ্ছে।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নারী- পুরুষ প্রতিনিদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। পরিষদের দায়িত্ব প্রাপ্ত ইউপি সচিব কর্মস্থলে উপস্থিত থাকে না(অনুপস্থিত কর্মস্থল) দুর্ভোগ মানুষের। এই নিয়ে গণমাধ্যমে অনেক রিপোর্ট প্রকাশ হয়েছে। তাকে না পাওয়ায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ সময় মতো করা হচ্ছে না। উপস্থিত বক্তরা এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান। শাহবাজপুর ইউনিয়নে একই অবস্থা তার সাথে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে কারেন্টের বিলের সমস্যা। বক্তব্যে উপস্থিত বক্তারা মাদক নিয়ে বলেন, সরাইলের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার বেড়েছে।
কালিকচ্ছ বর্ডার বাজারে সন্ধ্যার পর মাদকের মেলা জমে। শাহবাজপুর ও শাহজাদাপুর মাদকের এ ভয়াবহ থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। সরাইল সদরে বিভিন্ন গ্রামে রয়েছে মাদকের রমরমা ব্যবসা। লোক দেখাই এমন অভিযানে দুই একজন ধরা পরলে ও মুল হোতারা রয়ে যায় অভিযানের বাহিরে। এলাকায় মাদক প্রতিরোধে আইনী ব্যবস্থার জুর দাবী জানান বক্তারা। এদিকে বাজারের রাস্তায় যানজট, মাদক, ইউনিয়ন পরিষদের নিয়ে দেয়া বক্তব্যের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও সভার সভাপতি মো.আরিফুল হক মৃদুল দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরে একি স্হানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২
আয়োজনের লক্ষে প্রস্ততিমুলক সভা হয়েছে।