1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সরকার গ্রামের মানুষকে শহরের সুবিধা দিচ্ছে - এমপি জ্যাকব
বাংলাদেশ । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

সরকার গ্রামের মানুষকে শহরের সুবিধা দিচ্ছে – এমপি জ্যাকব

সিমা বেগম:
  • প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ বার পড়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

আওয়ামীলীগ ক্ষমতা থাকলে গ্রাম শহরে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতেও আজ শহরের সুযোগ-সুবিধা পৌঁছে গেছে। চলতি বছরের সরকার দেশের প্রত্যন্তঞ্চলসহ দেশের সবগ্রামে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করে সরকার গ্রামের মানুষকে শহরের সুবিধা দিচ্ছে। প্রত্যন্ত গ্রামগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়নের ফলে গ্রামের মানুষ শহরের সুবিধা ভোগ করেছেন।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ঈদগাহ মাঠে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির আয়োজিত সংর্বধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষারমান্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার ছোঁয়া থেকে বাদ পরেনি চরফ্যাসন ও। দশ বছর আগেও সাগরকূলের চরফ্যাসন-মনপুরা উপজেলা কেউ চিনতো না, জানতো না। গত ১৩ বছরে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করে চরফ্যাসনকে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উপস্থাপন করা হয়েছে। সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া চরফ্যাসনে একটি কলেজ সরকারী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তার দেয়া প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পরেনি। আওয়ামীগ সরকারের আমলে চরফ্যাসনে সরকারী করা হয়েছে একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয়।

চরফ্যাসনের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে নতুন ৫টি কলেজ সম্প্রতি সময়ে তিনটি কলেজ এমপিও ভূক্ত করা হয়েছে। এসময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল খালেক, সাধারন সম্পাদক মাওলানা মোবাশিরুল হক নাঈম,চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মঈনুদ্দিন, সাধারন সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD