আজ শনিবার সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই সঙ্গে রবিবার থেকে ‘সবাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছে তারা।
শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, সারাদেশে ছাত্র-নাগরিকদেও শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।
শনিবার সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রবিাবর থেকে সর্বাত্মক আন্দোলন পালিত হবে। হান্নান আরও বলেন, সারা দেশে ছাত্র-নাগরিক, অভিভাবক, মা-বোন যে যেখানে আছেন প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না।এটা আপনাদেও দায়বদ্ধতা, প্রতিটি শহিদের প্রতি আপনাদের দায়বদ্ধাত আছে। প্রয়োজনে আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন।