বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএ ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ।
গত ২৫ অক্টোবর , ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইপিক এবং ম্যাক্স হাসপাতালের পিসিআর ল্যাব এ নমুনা প্রদান করলে সেখানে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে । পরবর্তীতে সহধর্মিনী সাজিয়া হক, কন্যা ফারিহা ফয়সাল চৌধুরী এবং পুত্র ফাহমিদ ফয়সাল চৌধুরীর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজে তারা নমুনা প্রদান করেন । নমুনা পরীক্ষায় ৩ জনেরই পজেটিভ রিপোর্ট আসে । বর্তমানে ডাক্তার ফয়সাল ইকবাল ও পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরস্থ নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। শারীরিক সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।
উল্লেখ্য , চট্টগ্রামের চিকিৎসক সমাজে ব্যাপক জনপ্রিয় এবং দেশব্যাপী বহুল আলোচিত আওয়ামী লীগ ও বিএমএ নেতা ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী করোনাকালীন সর্বসাধারণের জন্য করোনা চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে ব্যাপক ও কার্যকর ভূমিকা পালন করেন , যা সুধীমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ।