বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা শাখার নায়েবে আমীর এবং জামায়াত মনোনীত সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, আমরা আগামি জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আল কোরআনকে সংসদে পাঠাতে চাই। এ জন্য আমরা নিরলসভাবে কাজ করছি।
ইসলামী দলগুলোর পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে একজনকে প্রার্থী করা হলে, আমরা তার জন্য ভোটের মাঠে কাজ করবো।তিনি আরো বলেন, ৩৬ জুলাই ছাত্ররা আন্দোলন করে আজকে খোলা মাঠে আমাদেরকে ইসলামের কথা বলার সুযোগ করে দিয়েছেন। স্বৈরাচারি সরকারের পুলিশের গুলিতে অসংখ্য ছাত্রজনতা শহীদ হয়েছেন। আমরা তাদের মাগফেরাত কামনা করি। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাইনা।
পবিত্র কোরআন নাজিলের মাসে কোরআন দিয়ে দেশ,সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী দলের পক্ষ থেকে আল কোরআনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই।তিনি আজ শনিবার বিকালে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন সংলগ্ন একটি অভিজাত কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।