সংবাদ প্রকাশের জেরে তথ্যপ্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় উচ্চ আদালতে আগাম জামিন পেয়ছেন সাংবাদিক নাজিম উদ্দিন চৌধুরী।এর আগে দায়েরকৃত মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে রিভিশন আবেদন করেন সাংবাদিক নাজিম চৌধুরীর পক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক।
তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে.এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অভিযুক্তের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।শুনানির শুরুতে বিবাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক মামলার বিবরণী ও জামিনের প্রসঙ্গ তুলে ধরেন৷
পরে সকল তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আদালত সাংবাদিক নাজিম উদ্দিন চৌধুরীর ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।শুনানি শেষে নাজিম চৌধুরীর পক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক জানান,অভিযুক্তের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকার কারণে জামিন মঞ্জুর করেছেন আদালত।পেশাগত কাজে হয়রানি করতে এই মামলা করা হয়।
এর আগে সেলুন ব্যবসার আড়ালে স্ত্রীকে দিয়ে বিভিন্ন জনকে জিম্মি করে অর্থ আত্মসাৎ শিরোনামে ভুক্তভোগীদের বক্তব্য দিয়ে একটি স্ব চিত্র প্রতিবেদন প্রকাশিত হয় সাংবাদিক নাজিম চৌধুরী সম্পাদিত অনলাইন সংবাদ মাধ্যম সত্যের অনুসন্ধানে।পরে গত ১০ জুলাই সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ এনে সাংবাদিক নাজিম চৌধুরী ও ভুক্তভোগীসহ আরও তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন দিদার নামের স্থানীয় ওই সেলুন ব্যবসায়ী।