মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ৭ ঘটিকা থেকে শুরু করে বিকেল ৪ঘটিকা পর্যন্ত একটানা (ইভিএম) এর মাধ্যম ১ম বারের মত চলে ভোট গ্ৰহন। বিপুল উৎসব উদ্দীপনা মাঝে বহুল কাঙ্ক্ষিত শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন অনুষ্ঠানিক ভাবে বিকেল সাড়ে ৬ ঘটিকার দিকে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বেসরকারি শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং কর্মকর্তা তপন জ্যোতি অসীম। মেয়র পদে নির্বাচিত হয় মো. মহসিন মিয়া (স্বতন্ত্র) : ৫৯৮৯ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বি (নৌকা প্রতীক) নিয়ে অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক: ৫৫৩২ ভোট। সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত ৯ টি ওয়ার্ড এর নির্বাচিত জনপ্রতিনিধিদের ফলাফল;১ নং ওয়ার্ড : মো. আলকাছ মিয়া ২নং ওয়ার্ড : মো. আব্দুল জব্বার (আজাদ) ৩নং ওয়ার্ড : মো. হানিফ চৌধুরী, ৫নং ওয়ার্ড : মসুদুর রহমান মসুদ, ৬নং ওয়ার্ড : কাজী আব্দুল করিম ৭নং ওয়ার্ড : মীর এম এ সালাম ,৮নং ওয়ার্ড : মো. ছাদ উদ্দিন, ৯নং ওয়ার্ড : চয়ন রায় এবং তার আগে ৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (সোহাগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নারী সংরক্ষিত কাউন্সিলর: ১নং ওয়ার্ড : তানিয়া আক্তার, ২নং ওয়ার্ড : রোকেয়া পারভীন, ৩নং ওয়ার্ড : শারমিন জাহান। এসব তথ্য দিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেন।