বিগত (২৭ অক্টোবর) রোজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়ক হতে ছিনতাইকারীরা একজন মহিলার গতিপথ রোধ করে জোড়পূর্বক কানের দুল নিয়ে দ্রুত পালিয়ে যায়। অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম ওর রশিদ তালুকদার’র নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির’র নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ জাকির হোসেন এক্সরে-১টি দল ঘটনাস্থলের সিসি ফুটেজ, ভিকটিমের দেয়া তথ্যমতে ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যেই (২৮ অক্টোবর) বৃহস্পতিবার আসামি সনাক্ত করে আটক করেন। লুন্ঠিত হওয়া মহিলার কানের দুল উদ্ধার করেন। আটককৃত আসামীরা হলো – শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি’র যাত্রাপাশা গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ টি,ভি,এস সো রুম শ্রীমঙ্গল অটো গ্যালারির সত্ত্বাধীকারী ভানু ভূষন চৌধুরীর পুত্র শুভ চৌধুরী ও সিন্দুরখান রোডের বাসিন্দা মৃত- সুধীর কপালীর পুত্র বিকাশ কপালী। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ মোতাবেক মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের ধরতে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির।