1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শ্রদ্ধা-ভালোবাসায় সাবেক সাংসদ শাহাদাত হোসেন চৌধুরী শেষ বিদায়
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রদ্ধা-ভালোবাসায় সাবেক সাংসদ শাহাদাত হোসেন চৌধুরী শেষ বিদায়

মোঃ জাবেদুল ইসলাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪১১ বার পড়েছে

চট্টগ্রাম-১২ আসনের সাবেক সাংসদ এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী জানাজায় অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ম জানাজা এবং দুপুর ২টায় কাফকো হাউজিং কলোনির সংলগ্ন মাঠে ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ , আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার। জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন মোশাররফ , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক ইস্কান্দর আলী চৌধুরী, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুর নূর চৌধুরী,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সোমবার (২৯ নভেম্বর) রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী ১৯৪১সালে বৈরাগ ইউনিয়ন বন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম -১২(আনোয়ারা-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট তিনি ৩০ বছর জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD