শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অধ্যক্ষ আ.ন.ম ছাইদুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১। কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম ছাইদুর রহমান গত ১১ বছর মাদ্রাসার দায়িত্ব পালন করছেন।এই সময়ের মধ্যেই তিনি প্রতিষ্ঠানের রূপরেখা অনেকটা পরিবর্তন করে ফেলেছেন। সরকারের নির্দেশিত সমস্ত কাজ তিনি পুংখানুপুংখরূপে করে থাকেন। ফলে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার শিক্ষানুরাগী সকলের প্রশংসায় তিনি সিক্ত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে তার এই বিচক্ষণতা ও অবদানের বিষয়টি শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এর নজরে আসে এবং এই প্রতিষ্ঠানটি ছাইদুর রহমানকে সম্প্রতি এই পুরস্কারে ভূষিত করে।
অধ্যক্ষ ছাইদুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি জানতামই না আমাকে ওই প্রতিষ্ঠানটি পুরস্কারের জন্য মনোনীত করেছে।মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য ও আমার সহকর্মীদের সার্বিক সহযোগিতায় আমি মফস্বলের এই মাদ্রাসাটিকে শহরের আদলে সাজানোর সাহস করতে পেরেছি। আমি যতদিন প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছি, ইনশাআল্লাহ এভাবেই প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে যাব। তিনি আরও বলেন, যে কোন পুরস্কারই সম্মানের। আমার এই পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো।
নাওতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার কয়েক শিক্ষক জানান, প্রতিষ্ঠান প্রধান হিসেবে তার এই পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে আমাদের মাদ্রাসার ভাবমূর্তি অনেকখানি উজ্জ্বল হয়েছে। তাকে এলাকার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা এখন সময়ের দাবী। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা জানান, মফস্বলে যারা শিক্ষাক্ষেত্রে ও সমাজসেবায় অবদান রেখে চলেছেন, আমাদের প্রতিষ্ঠান তাদের খুঁজে বের করে পুরস্কৃত করার চেষ্টা করে। এটি একটি চলমান প্রক্রিয়া।