1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শেরপুরে বনবিভাগ কর্তৃক আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুরে বনবিভাগ কর্তৃক আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

মোঃ হামিদুর রহমান :
  • প্রকাশিত: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩২১ বার পড়েছে
শেরপুরে বনবিভাগ কর্তৃক আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তঘেষা বালিজুড়ি গারো খ্রীষ্টান পাড়ায় ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গারো আদিবাসী ৫টি পরিবারের ফলজ ও সবজি বাগান স্থানীয় বনবিভাগ কর্তৃক উচ্ছেদের ঘটনায় এবং এর প্রতিবাদে ২৩ আগস্ট সোমবার দুপুর ১২টায় বাগাছাস’র আয়োজনে শেরপুর জেলা শহরের রঘুনাথবাজার থানার মোড়ে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় সংসদের সভাপতি লিংকন দিব্রার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক (কেয়া),মধুপুর উপজেলার বাগাছাস এর সভাপতি মিলন দফু।এসময় বক্তারা বলেন,বংশ পরম্পরায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীদের প্রথাগত ব্যবহৃত ও ঐতিহ্যবাহী ভূমি থেকে বনবিভাগ কর্তৃক উচ্ছেদ তালিকা বাতিল করতে হবে।

আদিবাসীদের প্রথাগত ঐতিহ্যবাহী ভূমিতে ঘর নির্মাণে বন বিভাগ কর্তৃক প্রদান বন্ধ করতে হবে।আদিবাসীদের জনগোষ্ঠীদের প্রথাগত ঐতিহ্যবাহী ভূমিতে ফলজ বাগান ও বৃক্ষরোপনে বনবিভাগ কর্তৃক বাঁধা বন্ধ করতে হবে।আদিবাসীদের প্রধাগত ঐতিহ্যবাহী ভূমিতে রোপনকৃত ফলজ ও বাগান বিটিতে বনবিভাগ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।আদিবাসীদের উপর বনবিভাগ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

আদিবাসিদের বনবিভাগ কর্তৃক ধ্বংসকৃত ফলজ ও সবজি বাগানের ক্ষতিপূরণ দিতে হবে।বন কর্মকর্তা রবিউল ইসলাম সহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।মানববন্ধন শেষে কেন্দ্রীয় সংসদের সভাপতি লিংকন দিব্রা ও ক্লোডিয়া নকরেক (কেয়া) নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ।

পরে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরবারে ৭ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।এসময় শেরপুর জেলার নালিতাবাড়ী,ঝিনাইগাতী,শ্রীবরদী ও পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) সংগঠনের নেতাকর্মীসহ গারো আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD