শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়া পাড়া গ্রামে শাহীদুল (২৫) নামে যুবক পেশায় অটোচালক শ্বশুর বাড়ীর লোকজনের সাথে অভিমান করে ৬ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে বিষপান করে আত্মহত্যা করেছে এবং পরিবারের দাবি শ্বশুর বাড়ীর লোকজন শাহীদুলকে হত্যা করেছে।শাহীদুল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়াপাড়া গ্রামের জনৈক শাহ জালালের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে,সদর উপজেলার টাঙ্গারিয়াপাড়া গ্রামের শাহ জালালের ছেলে পার্শ্ববর্তী চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আশ্রাদ আলীর মেয়েকে বিয়ে করে।সোমবার সন্ধ্যায় জামাই শাহীদুল চরমোচারিয়া মাঝপাড়া শ্বশুর বাড়ীতে তার স্ত্রীকে আনতে গেলে এনিয়ে জামাই শাহীদুলের সাথে শ্বশুর বাড়ীর লোকজনের কথা কাটাকাটি এক পর্যায়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।পরে সে অভিমান করে বিষপান করে।
এসময় লোকজন শাহীদুলকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সে রাত ১০টার দিকে মারা যায়।এদিকে শাহীদুলের বাবা ও পরিবারের লোকজন অভিযোগ করে বলেন,শাহীদুলের শ্বশুর বাড়ীর লোকজন সোমবার তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।
অপরদিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী সত্যতা নিশ্চিত করে বলেন,হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জানা গেছে শাহীদুল বিষপান করেছে।তবে সূরতহাল রিপোর্টে শাহীদুলের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের রিপোর্টের পর ওই যুবককে হত্যা না আত্মহত্যা? বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।এব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।