শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা মোঘলপাড়া থেকে গত ২৭ ডিসেম্বর নিলু মিয়ার কিশোরী কন্যা (১৩) কে সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামের জনৈক বাবুল মিয়ার ছেলে মিজান (২২) কর্তৃক অপহরণের একমাস পর ২৮ জানুয়ারি শুক্রবার দুপুরে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে অপহৃতা ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে অপহরণকারী মিজানকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভা কসবা মোঘলপাড়া মহল্লার বাসিন্দা নিলু মিয়ার কিশোরী কন্যাকে গত ২৭ ডিসেম্বর মামলার আসামী মিজান ফুসলিয়ে বিয়ের প্রলোভনে প্রথমে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে নিলু মিয়া তার মেয়েকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজখবর ও সন্ধান না পেয়ে অবশেষে আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি ২৫ জানুয়ারি সদর থানায় রেকর্ড করা হয় এবং সেই সাথে সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোফাখখির উদ্দিনকে তদন্তভার দেয়া হয়। পরে মামলার তদন্তকারী অফিসার মোফাখখির উদ্দিন তথ্যে প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার তুরাগ থানার চন্ডাল ভোগ এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা ভিকটিমকে উদ্ধার এবং সেই সাথে অপহরণকারী মিজানকে গ্রেফতার করে শেরপুর থানায় নিয়ে আসা হয়। ২৯ জানুয়ারি শনিবার সকালে অপহৃতা ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে ২২ ধারা রেকর্ড এবং সেই সাথে অপহরণকারী মিজানকে আদালতে সোপর্দ করেছে সদর থানার পুলিশ।