শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের জনৈক আবুল কালামের বসতবাড়ি নির্মাণাধীন ভিটায় ২৫ আগস্ট বুধবার রাত ৩টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতার করেছে।
ধৃত জুয়াড়িরা হলো-শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শহীদুল (৩৮),মৃত শুকুর আলীর ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮),মৃত বাবর আলীর ছেলে মোঃ লাল মিয়া (৩৮),শামছুল হক মন্ডলের ছেলে মোঃ হেলাল মিয়া (৩৫),মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শাহিজল (৩৭),ভেলুয়া পূর্বপাড়া গ্রামের মোঃ হানিফ উদ্দিনের ছেলে মোঃ ফরসা মিয়া (৩৮),আঃ করিমের ছেলে মোঃ হৃদয় (২১),মৃত তরিপ উদ্দিনের ছেলে মোঃ বনিছ (৪৮),মামদামারী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ উকিল উদ্দিন (৩৮),টাঙ্গারপাড়া গ্রামের বাহাদুরের ছেলে মোঃ মনির (২৫),
মৃত নায়েব আলীর ছেলে মোঃ আঃ রহিম (২৫),দহের পাড় গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মোঃ কুববাত আলী (২৫),চকবন্দী গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ হাতেম আলী (৩৯), মামদামারী গ্রামের মৃত আঃ ছামাদের ছেলে মোঃ আহিমুদ্দিন (৭০),বৈষ্ণবেরচর গ্রামের মোঃ শরীফ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৭),ভেলুয়া জষ্টিপাড়া গ্রামের মৃত ফসির উদ্দিনের ছেলে মোঃ শিবলু (২৩),মৃত শুকুর মাহমুদের ছেলে মোঃ নুরু মিয়া (২৮) ও টাঙ্গারপাড়া গ্রামের মোঃ ফুল মাহমুদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫),মোঃ আঃ ছাত্তারের ছেলে মোঃ মিন্টু মিয়া (৩২)।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ রেজাউল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজুল হক,এসআই শাহ আলম খাঁন,এসআই ফারুক হোসেন,সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জুয়েল রানা,ফারুক হেসেন, মোঃ রফিকুল ইসলাম,মুঞ্জুরুল ইসলাম,আবু জাফর,মোঃ সাইফুল ইসলাম ও জুয়েল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী উপজেলায় ভেলুয়া গ্রামের জনৈক আবুল কালামের বসতবাড়ী নির্মাণাধীন
ভিটায় বুধবার গভীর রাতে অভিযান চালায়।
এসময় জুয়া খেলারত অবস্থায় টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই ১৯ জুয়াড়িকে হাতে নাতে আটক করে।জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ রেজাউল হক সত্যতা নিশ্চিত করে বলেন,জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১৯ জুয়াড়িকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।বুধবার দুপুরে ধৃত জুয়াড়িদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।