শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা কালাকুমা (বাওইবাধা) গ্রামে ৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ মোঃ আমীর হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।ধৃত মাদক কারবারি হলো-শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ রেজাউল হকের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজুল হক,এসআই আজিজুল হাসান,সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম,সুমন মিয়া,আবু জাফর সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা (বাওইবাধা) গ্রামে অভিযান চালায়।এসময় একটি প্লাস্টিক ব্যাগে রক্ষিত ২৪ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ মদ ও ৬ বোতল সিগনেচার মদসহ মোঃ আমীর হোসেনকে ৩০ বোতল মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবির (ওসি) মোঃ রেজাউল হক সত্যতা নিশ্চিত করে বলেন,মাদক কারবারি মোঃ আমীর হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় রয়েল স্ট্যাগ ও সিগনেচার ব্র্যান্ডের মদসহ গ্রেফতার করা হয়েছে।এব্যাপারে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।৬ অক্টোবর বুধবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।