শেরপুর জেলার নকলা উপজেলার বাইপাস সড়ক থেকে ১৫ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে আলমগীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নকলা থানার পুলিশ।গ্রেফতারকৃত আলমগীর নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের জনৈক আঃ রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,এক গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশফিকুর রহমানের নেতৃত্ব বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নকলা উপজেলার বাইপাস সড়কে অভিযান চালায়।এসময় ১০ টি প্যাকেটে রক্ষিত সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী অপরাপর ২ সহযোগী পালিয়ে যায়।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলমগীর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে,শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কামাল ফার্নিচার এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেন্সী কামালের কাছ থেকে পাচারের উদ্দেশ্যে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী কুলসুমার কাছে নিয়ে যাচ্ছিল।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকদ্রব্য বিস্তার রোধে জিরো টলারেন্স রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।এব্যাপারে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ী আলমগীরকে আদালতে সোপর্দ করেছে নকলা থানার পুলিশ।