1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে প্রাণ গোপাল দত্ত
বাংলাদেশ । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে প্রাণ গোপাল দত্ত

আকিবুল ইসলাম হারেছ:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পড়েছে

চান্দিনা উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কুমিল্লা-৭(চান্দিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা.প্রাণ গোপাল দত্ত বলেছেন- শিক্ষায় পিছিয়ে পড়া উপজেলা চান্দিনা কে শিক্ষার হারে দেশ সেরা উপজেলা হিসেবে দেখতে চাই। অবহেলিত উপজেলার শিক্ষার মানউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষায় পিছিয়ে পড়া উপজেলাকে এগিয়ে নিতে আপনাদের গুরুত্ব অপরিসিম। তাই আপনারা সময় মত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্য শিক্ষকদের দিকনির্দেশনা দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান তথা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান উন্নয়নের মাধ্যমে অবহেলিত এ উপজেলার শিক্ষার হারে দেশ সেরা উপজেলা করতে হবে।

শুক্রবার(১৯ নভেম্বর) সকালে চান্দিনা পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক ও শিক্ষার গুনগত মানউন্নয়নে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রাণ গোপাল দত্ত এসব কথা বলেন।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন -পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(অব:) এম.এ মুক্তাদির মজুমদার, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা তপন বকসী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন -চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.এমদাদুল হক,মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন,কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লাল সরকার,চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.জাকির হোসেন,পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো.মফিজুল ইসলাম।

এসময় উপজেলা সহকারি প্রোগ্রামার মো.সালাউদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মো.আব্দুল মমিন সরকার,পৌর মেয়র মো.শওকত হোসেন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ,কুমিল্লা জেলা আওয়ামী লীগ সদস্য মো.মজিবুর রহমানসহ উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD