বাগেরহাটের শরনখোলায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পূস্পমাল্য আর্পন ও আলোচনা সভা করেছে।
দী হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) এর আয়োজনে র্যালী অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেন খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, কৃষকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ আকন প্রমুখ।