1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা সামগ্রী প্রদান
বাংলাদেশ । বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ।। ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা সামগ্রী প্রদান

ইসমাইল হোসেন লিটন:
  • প্রকাশিত: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৩৪ বার পড়েছে

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন বাগেরহট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন। শনিবার বিকেল তিান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে পাওয়া ১০ সেট পাল্স অক্সিমিটার এবং ৫টি অক্সিজেন কনসেনট্রেটর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতা এবং সঠিক দিক নির্দেশনায় বৈশ্বিক মহামারী করোনা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মৃত্যু ও আক্রান্তের হার বহুগুণ কম। তাই করোনা প্রতিরোধে সকল জনগণকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া শরণখোলা স্বস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিট চালুর উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও ইউএনও খাতুনে জান্নাত। অন্যদের মধ্যে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, জেলা আওয়ামীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আকন, ডা. এস এম ফয়সাল আহমেদ, ডা. আরিফুল ইসলাম রাকিব প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD