পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ১টি ইউনিয়ন ও ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ শেষে স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। এসময় জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান। এছাড়াও চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, ধানশাইল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
শপথ অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শ্রীবরদী উপজেলার একটি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া ও ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, কাংশা ইউনিয়নের মোঃ আতাউর রহমান, ধানশাইল ইউনিয়নের মোঃ শফিকুল ইসলাম, নলকুড়া ইউনিয়নে মোঃ রুকুনুজ্জামান, গৌরীপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউনিয়নে মোঃ শাহাদৎ হোসেন, হাতিবান্ধা ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর আলম ও মালিঝিকান্দা ইউনিয়নের মোঃ মোজাম্মেল হক।