২৬শে মার্চ রবিবার সকাল ৬ টায় সূর্যোদয়ের প্রথম প্রহরে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাছরীন আক্তার, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হানিফ সরকার,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাদিম আহমেদ শাহ,উপজলা এলজিইডি অফিসার
ইন্জিঃ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -২ বাগমারা শাখার ডিজিএম মোঃ খোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ফরহাদ আলম খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক,
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ আবদুল মান্নান মোল্লা, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোঃ এমরান হোসেন,উপজেলা আইসিটি অফিসার ইফতেখার হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সার্ভেয়ার মোঃ আরিফুর রহমান প্রমুখ।
সকাল ১০ টায় লালমাই উপজেলা কিশোর – কিশোরী ক্লাবের উদ্যোগে প্রত্যক ইউনিয়ন ভিত্তিক প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।বেলা ৩ টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লালমাই উপজেলা অফিসার্স ক্লাব ফুটবল একাদশ বনাম লালমাই প্রেস ক্লাব ফুটবল একাদশ মাঝে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বিকাল ৪ টায় লালমাই উপজেলা প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী কামরুল হাসান শাহীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাছরীন আক্তার, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হানিফ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা।
এসময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং লাল-সবুজের উত্তেলিকা পড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক আমিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ার উল্লাহ মজুমদার সহ মুক্তিযোদ্ধা গন।
জীবিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী পরিবার বর্গদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি, সাপ্তাহিক চলন পত্রিকা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, মোস্তফা কামাল মজুমদার রুবেল,দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিউর রহমান,ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোঃ রবিন মজুমদার, নির্বাহী সদস্য সাংবাদিক আলমগীর হোসেন, সানা উল্লাহ,শাহ আলম, এস এম কামাল সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব,বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব,
পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সওদাগর,উপজেলা যুবলীগের সদস্য এ্যাড জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি,
বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারণ সঞ্জয় শর্মা,বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার গন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ হুমায়ুন কবির সিদ্দিকী ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।