লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী কামারেরহাট হতে জোর পূর্বক খামারীর কাছ থেকে গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় তানজিদের বিরুদ্ধে। আজ (২৬)জুন রবিবার ওই উপজেলার উফারমারা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তানজিদ (৩৫)পাটগ্রাম উপজেলার উফারমারা (ভাটিয়াপাড়া)গ্রামের সামসুল হকের পুত্র বলে জানা গেছে। এবিষয়ে ভুক্তভুগি কামরুজ্জামান বাদী হয়ে তানজিদকে প্রধান আসামী করে আরও পাঁচ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন,ওই উপজেলার উফারমারা ( সোনারভিটা) এলাকার আতিয়ায়ের ছেলে বাদশা (২৯),বুড়িমারী এলাকার নুরনায়েকের ছেলে চমন (২৮) উফারমারা( ঠাকুরপাড়া)এলাকার মোক্তার উদ্দিনের ছেলে রেজাউল (৩২), একই এলাকার তেলিপাড়ার আব্দুল হামিদের ছেলে সিদ্দিক (২৬)ও তেলিপাড়া এলাকার ছৈদার রহমানের ছেলে আশা (২৮)।
এজাহার সুত্রে জানা যায়, রবিবার সকাল ৭ ঘটিকার সময় ভুক্তভুগি কামরুজ্জামানের ভাই আমির হোসেন বাড়ীর খামারের একটি পোষা গরু পাটগ্রাম হাটে বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল । প্রতিমধ্যে কামারের হাট পৌঁছালে তানজিদ সহ এজাহার ভুক্ত আসামীরা তার গতিরোধ করে, গরুটি চোরাই বলিয়া জোর পূর্বক ছিনিয়ে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,এ ছেলেগুলো এরকম আরো অনেক ঘটনা ঘটিয়েছে। তানজিদের নামে ১৫টিরও বেশি মামলা চলমান আছে। সিদ্দিকতো ধর্ষন মামলার আসামী তার পরেও তারা কিভাবে প্রকাশ্যে দিবালোকে গরু ছিনতাইয়ের মত ঘটনা ঘটায়।
অভিযুক্ত তানজিদ এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত সিদ্দিক বিষয়টি অস্বীকার করে বলেন ,গরুর বিষয়ে আমি কিছুই জানিনা।বুড়িমারী ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি সকালেই আমি