“তোমার স্বাস্থ্য তোমার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে লাভলী ফাউন্ডেশনের উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালপুর পৌরসভা চত্ত্বরে স্থানীয় সরকার কতৃপক্ষের আয়োজনে ও লাভলী ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। উক্ত অনুষ্ঠানের গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে ও পৌর সচিব হাফসা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা শুকরানা আশরাফি, পৌর মহিলা কমিশনার মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে ৬৫জন শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।