1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
লাকসামে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী'র আত্মহত্যা
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লাকসামে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

চন্দন সাহা :
  • প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৯৮ বার পড়েছে
বহুদিন পর বিদেশ থেকে বাবা’কে এয়ারপোর্টে রিসিভ করতে এসে সন্তান শুনতে পেলো তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে।  কুমিল্লার লাকসাম পৌরসভার সরকারি হাসপাতালে সামনে রহমান ভিলা নামে একটি ভাড়া বাসায় মঙ্গলবার (২৬ জুলাই)  সন্ধায় এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে লাকসাম থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা আক্তার (২৭) সে পৌরসভার ৬ নং ওয়ার্ডে বাতাখালি গ্রামের  মাষ্টার বাড়ী সফিকুর রহমানের ছেলে প্রবাসী  মাসুদুর রহমানের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসভার বাতাখালী গ্রামের মাষ্টার বাড়ির সফিকুর রহমানের ছেলে মাসুদুর রহমান গত ১০ বছর পূর্বে খুলনা জেলার হিন্দু সম্প্রদায়ের মেয়ে প্রিয়াঙ্কা আক্তারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক হয়। এর পর তারা
ইসলামিক শরীয়তের মাধ্যমে কাজি অফিসে বিবাহ করেন। মাসুদের পরিবার তাদের বিবাহ সম্পর্কের বিষয়টি মেনে না নেওয়া কারনে তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তারকে লাকসাম সরকারি হাসপাতালে সামনে একটি ভাড়া বাসায় করে থাকনে তারা। তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে সন্তান জন্ম নেয়।  তার নাম মোহনা আক্তার (৮) বর্তমানে বাসার পাশে সিলভার সাইন স্কুলে ৪র্থ শ্রেণির ছাত্রী। গত কয়েক বছর আগে মাসুদুর রহমান প্রবাসে চলে যায়। আর এদিকে প্রিয়াঙ্কা আক্তার ও তার সন্তান মোহনাকে নিয়ে রহমান ভিলায় ৪র্থ তলায় একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করে। রবিবার পরিবারের স্বজনরা জানতে পায় বিদেশ থেকে মাসুদুর রহমান দেশে আসবে।
এখবর শুনে মঙ্গলবার  সকালে তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার একটি মাইক্রোবাস ভাড়া করে দিয়ে মেয়ে মোহনা ও তার শশুর বাড়ি স্বজনদের  সোমবার  ঢাকা এয়ারপোর্টে পাঠায়।  কিন্তু কাজের মহিলা বাসার সামনে এসে দরজা ভিতরে বন্ধ দেখে ডাকতে থাকেন।
কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ীর মালিকে ডাকাডাকি করে। বাড়ীর মালিক গৃহবধূর আত্নীয়স্বজনকে খরব দেয়।  সন্ধায় এসময় জানালা খুলে দেখতে পায় মাসুদুর রহমানের স্ত্রী  প্রিয়াঙ্কা আক্তার ফ্যানের সাথে গলায় ওড়না  লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয় কাউন্সিলার আবু সয়েদ বাচ্চু পুলিশ খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।
মঙ্গলবার রাতে লাকসাম থানার এস আই আমিনুল ইসলাম বলেন,খবর পেয়ে স্থানীয় কাউন্সিলার ও এলাকাবাসীর সহোযোগিতায় দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে। কুমিল্লায় ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে রিপোর্ট আসলে সঠিক মৃত্যুর খবর জানতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD