মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মহাবিপন্ন প্রজাতির দুইটি বাঁশ ভাল্লুক অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় বাঁশ ভাল্লুক দুটি অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড.মোস্তফা ফিরোজ, ড. কামরুল হাসান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, মো.রেজাউল করিম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশীদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের বার্ড পার্ক এন্ড ব্রিডিং সেন্টারে অভিযান চালিয়ে একটি শকুন, একটি বানর ও দুটি বিরল প্রজাতির বাঁশ ভাল্লুক উদ্বার করা হয়। পরে এই প্রাণীগুলোকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। সুস্থ হওয়ার পর আজকে অবমুক্ত করা হয়।