লক্ষ্মীপুরের রায়পুর ৭নং বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইয়াছিন হাজী সড়কের কাফিলাতলী থেকে কালাগাজী বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটিতে যানবাহন চলাচলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।প্রায় ১ যুগ পার হলেও সড়কটিতে সংস্কারের কোন ছোঁয়া লাগেনি।
দীর্ঘ দিন ধরে প্রায় ২শ স্থানেরও বেশী ছোট বড় গর্ত সৃষ্টি হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামত না করায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসির মাঝে।পূর্ব সাগরদী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রাবাসীদের প্রচেষ্ঠায় আজ (৩১ আগষ্ট) বিকেলের দিকে পূর্ব সাগরদী মাদ্রাসা সংলগ্ন ছোট বড় গর্ত গুলো সংস্কার করেন পূর্ব সাগরদী সেচ্চাসেবী সংগঠনের সদস্য বৃন্দ।
অতি বৃষ্টির কারণে ব্যাস্ততম এই সড়কটিতে ছোট বড় গর্ত সৃষ্টি ও পুকুর পাড় ভেঙ্গে পড়েছে।এতে করে কে.এস.পাবলিক উচ্চ বিদ্যালয়,ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজ,খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা,সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সাগরদি নুরানী মাদ্রাসাসহ ৫ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী,এলাকাবাসীর যাতায়াত এবং ছোট বড় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এটি যেন এক মরন ফাঁদ।
অনেকেই সারা জীবনের জন্য পঙ্গুগুত্বকে সাথী করে বেঁচে আছেন।সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে ময়লা আবর্জনা স্তুপ থেকে বিভিন্ন রোগের জীবাণুর বংশ বিস্তার হচ্ছে।ফলে চলাচলকারী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।দেখার যেনো কেউ নেই।তাই অতিদ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এ বিষয়ে কথা বলতে ৭ নং বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন এর মুঠোফোনে বার বার চেষ্ঠা করেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।