1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
লকডাউন বাস্তবায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে কঠোর অবস্থানে প্রশাসন
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লকডাউন বাস্তবায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে কঠোর অবস্থানে প্রশাসন

নূরুল আলম আবির
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে কঠোর লকডাউন বাস্তবায়নে মহামারী করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।১ জুলাই থেকে ঘোষিত লকডাউনে মানুষকে ঘরমুখি করে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী, বিজিবি,র‌্যাব ও পুলিশ।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে।এছাড়া সেনাবাহিনী,র‌্যাব,থানা ও হাইওয়ে পুলিশ পৃথক পৃথকভাবে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে এবং হ্যান্ডমাইকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে জনসচেতনতা সৃষ্টি করছেন।

ঝড়-বৃষ্টি ও প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে মানুষকে নিরাপদ রাখতে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অপরদিকে বিভিন্ন ছলচাতুরি দেখিয়ে একশ্রেণির মানুষ বিনা কারণে সড়ক-মহাসড়কে লকডাউন দেখতে বেরিয়ে পড়ছে।আবার অনেক ব্যবসায়ী নির্দেশনার বাইরে ও নিদিষ্ট সময়ের পরও দোকান খুলে বসে থাকছেন।

তাদের এ হেয়ালীপনার কারণেই আজকে চৌদ্দগ্রামে আক্রান্তের হার বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চললে এবং জরুরী প্রয়োজনে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হলে আল্লাহর রহমতে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক।

তিনি চৌদ্দগ্রামবাসীকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন,আপনারা ঘরে থাকুন,পরিবার পরিজন নিয়ে নিরাপদ থাকুন।খাবারের প্রয়োজন হলে ৩৩৩ নম্বরে কল করুন।বিনা কারণে ঘুরাঘুরি করে নিজে ও পরিবারের সদস্যদের জীবনকে ঝুঁকিতে না ফেলার অনুরোধ করেন তিনি।তারপরও সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে কেউ ঘর থেকে বের হলে আমরা কঠোর হতে বাধ্য হবো বলে তিনি জানান।

সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার বলেন,আপনারা ঘরে থাকুন,আপনাদের নিরাপদ রাখতে আমরা কাজ করে যাচ্ছি।সরকারের নির্দেশনা মেনে চলে করোনা প্রতিরোধে সক্রিয় ভুমিকা রাখুন।অযথা ঘুরাঘুরি করে সংক্রমণের ঝুঁকি বাড়ানো থেকে বিরত থাকুন।এর ব্যতিক্রম হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পিছপা হবো না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন,সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি চৌদ্দগ্রাম থানা পুলিশ সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে।মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে থানা পুলিশের টহল অব্যাহত রয়েছে।এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সচেতনভাবে চলাফেরা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD