করোনা ভাইরাসের প্রকোপ লাঘবে দেশে সর্বাত্মক লকডাউন চলছে।লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে পশুর হাট বসেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়ায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পশুর হাট বন্ধ হয়ে যায়।
জানা গেছে, উপজেলার কামদিয়া হাট ইজারায় দরপত্র না জমা পড়ায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। স্থানীয় চেয়ারম্যান ও তফশীলদার সমন্বয়ে গঠিত কমিটি এই হাটের জমা আদায় করে।
স্থানীয় প্রভাবশালীদের পৃষ্টপোষকতায় আজ শনিবার পশুর হাট লাগে ডাক বাংলা সংলগ্ন কামদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। পশুর হাটে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা ও পশুর আগমনে স্বাস্থ্যবিধি চরম ভাবে ব্যাহত হয়। হাটে স্বাস্থ্যবিধি না থাকায় উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের হস্তক্ষেপে বিকাল ৫ টায় হাট ভেঙ্গে দেওয়া হয়।