নওগাঁয় বাংলাদেশ স্কাউট জেলা রোভারের ১৮তম মেট কোর্স ও ৩য় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২০২২ শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউট নওগাঁ জেলা রোভার এই প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করেছে। রবিবার রাত ১০টায় স্থানীয় সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
জেলা রোভারের কমিশনার রানীনগর শেরে বাংলা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখার হোসেন খান-এর সভাপতিত্বে ৫ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে রোভার বগুড়া অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী, লিডার ট্রেনার ও কোর্স পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ। নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম
খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন জিহাদী, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন এবং বাংলাদেশ স্কাউট নওগাঁ জেলা রোভার-এর সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নাসিম আলী বক্তব্য রাখেন। প্রশিক্ষনে নওগাঁ জেলার কলেজ পর্যায়ের ২০টি প্রতিষ্ঠান থেকে মোট ৬৪ জন স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষন চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।