রেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে।
র্যাবের আইন ও গনমাধ্যম পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর টিকিট কালোবাজারি আর থাকবে না।
বৃহস্পতিবার সকালে (১৩ জুন) সকালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, এ বছর দূরপাল।লার ( আন্তঃনগর ) ট্রেনের শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসন বিহীন টিকিট বিক্রি চলছে।
তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল ট্র্যাকিং চালু রাখা হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে কাজ করছে র্যাব।