নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে নছিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক নিহত ও মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০ টায় এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার গোলাকান্দাইল নিলভিটা এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানান, ভুলতা এলাকা থেকে ডেউ টিন ভর্তি নছিমন বস্তল যাওয়ার সময় বস্তল থেকে আসা একটি মোটরসাইকেলে তিন বন্ধু গাউছিয়া আসার সময় নিলভিটা এলাকায় নছিমনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আল আমিনের (৩২) মৃত্যু হয়। এসময় নছিমনটি সড়কের নিচে একটি খাদের পানিতে পড়ে যায়। এসময় নছিমন চালক আহত অবস্থায় পালিয়ে যায়। গুরুতর আহত আরিফ ও ইকবালকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই সোনারগাঁও মীরের টেক এলাকার বলে জানা যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, মোটরসাইকেল ও নছিমন জব্দ করা হয়েছে।