নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার এখলাস নগর যাত্রামুড়া এলাকার হাজী এখলাস উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে রূপগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় কথা সাহিত্যিক দিলীপ রায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ড. শহীদুল্লাহ আনসারী, অনুপম হায়াৎ ও নজরুল গবেষক। এসময় আরো উপস্থিত ছিলেন
রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রধান পৃষ্ঠপোষক লায়ন মো: মোজাম্মেল হক ভূঁইয়া, প্রধান উপদেষ্টা লায়ন মীর আব্দুল আলীম, উপদেষ্টা অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, ডা. ফারুকুল ইসলাম,অধ্যক্ষ মো: জাহাঙ্গীর মালুম, আবু হোসেন ভূঁইয়াসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ