রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সুলতান আলীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাওঁ গ্রামের নিজ বাড়ির সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে নিজ বাড়িতে পাশে মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সুলতান আলীর দাফনের আগে দোয়ারাবাজার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফয়সাল আহমেদ,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবদুলাল ধর ও পান্ডারগাওঁ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে বিকেলে তিনি নিজ গ্রামেন বাড়িতে অসুস্থ অবস্থায় তিনি মারা যান।তিনি দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।