রাজস্থলীতে শুরু হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান ,মেম্বার, মহিলা মেম্বার প্রার্থীরা। সোমবার ১লা নভেম্বর সকাল ১০ ঘঠিকার সময় শত শত সমর্থকদের উপস্থিতিতে বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আদোমং মারমা।
রাজস্থলী উপজেলায় ৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থীরা তাদের স্ব- স্ব নেতাকর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।আজ মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেবার শেষ সময় । এদিকে সকাল থেকে রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস এবং এর আশেপাশে প্রার্থী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যদিও অনেকে এর আগে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা করে দিচ্ছেন।
রাজস্থলীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ঘিলাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রবার্ট ত্রিপুরা,গাইন্দ্যা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পুচিংমং মারমা।বাঙ্গালহালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আদোমং মারমা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিয়মং মারমা, ডালিম বড়ুয়া, ইসলামীক আন্দোলন হাত ( পাখা) রশিদ আকন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী আদোমং মারমা।