গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ কালুখালী উপজেলার চর নারায়নপুর থেকে ৭কেজি ৪০০গ্রাম গাঁজা ও জাল টাকা সহ ১ জনকে গ্রেফতার হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় মঙ্গলবার রাজবাড়ী থানায় উল্লেখিত বিষয়ে পৃথক পৃথকভাবে দুইটি মামলা রুজ্জু করেছে।
গ্রেফতারকৃতরা হলো, চর নারায়ণ পুরের মৃত আঃ রশিদ মুন্সীর ছেলে মোঃ নান্নু মুন্সী (৫২)।জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি’র) অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন মোল্লা, এস আই মিঠু ফকির, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দুপুরে নান্নু মুন্সী বসত বাড়ি থেকে বিক্রির জন্য প্যাকেট করে রাখা ৭ কেজি ৪০০ গ্ৰাম গাঁজা (মূল্য ২,২২,০০০/- টাকা), গাঁজা মাপার ডিজিটাল মেশিন ১ টি, গাঁজা বিক্রির নগদ ৭৯,০০০ হাজার টাকা, জাল টাকা ৯০,০০০হাজার, জাল টাকা ছাপানোর মেশিন এবং জাল টাকা ছাপানোর অন্যান্য সরঞ্জাম ও আলামত সহ গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।