বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু বলেছেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে, স্বাধীনতা বিরোধীদের নিয়ে যারা জোট করে, সরকার গঠন করে, তারা কোনভাবেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে পারে না। তিন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। রাজনৈতিক ভাবেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করে অভিষ্ট লক্ষে পৌঁছাতে হবে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপণ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু প্রমূখ । জনসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।