যশোরে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় দুই যুবকের কব্জি কর্তন করা হয়েছে। আহত দুই যুবক হলেন যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের সুলতানের পুত্র আজিজুর(৩০) এবং একই এলাকার আলামিন(৩৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, ২ আগস্ট (সোমবার) রাত আনুমানিক ১০.৩০ টার সময় আবাদ কচুয়া গ্রামে জাকিরের দোকানের সামনে প্রকাশ্যে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রিকালে আজিজুর ও আলামিন বাঁধা দেয়।
এতে আলমগীর তার কাছে থাকা হাসুয়া দিয়ে তাদের এলোপাথাড়ি কোঁপাতে থাকে। কোঁপ থেকে বাঁচতে হাত দিয়ে বাঁধা দিতে গেলে আজিজুর ও আলামিনের একটি করে কব্জি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধাওয়া দিয়ে আলমগীরকে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এবং আহততের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ডিউটি অফিসারের টেলিফোনে কল দিলে ওয়ারলেস অপারেটর সালাউদ্দিন কল রিসিভ করে সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর সহযোগীতায় আসামীকে গ্রেফতার করা হয়েছে, ভুক্তভোগী অপর যুবক ও হামলাকারী মাদক ব্যবসায়ীর বিস্তারিত তথ্য আমাদের হাতে আসেনি, এ ঘটনায় মামলা প্রত্রিয়াধীন।