হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল ১১ অক্টোবর (সোমবার) পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণকে নিয়ে জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম।পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিটি মন্দিরে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় তিনি বলেন,শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোর জেলার প্রতিটা মন্দির নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে।যদি কোন ব্যক্তি কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।একই সাথে প্রতিটা মন্দির কমিটির সদস্যদের নামাজের সময় ঢাক-ঢোল বন্ধ রাখার আহবান জানান পাশাপাশি সুষ্ঠু-সুন্দর ভাবে ও স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন এবং যথা সময়ে প্রতিমা বিসর্জনের জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করেন।